
Table of Contents
Toggle1. তাপের ঘটনাসমূহ Class 10- MCQ
1.1 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক (α), ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক (β) ও আয়তন প্রসারণ গুণাঙ্ক (γ)-এর মধ্যে সসম্পর্ক হল- a) \alpha =\beta =\gamma b) \alpha =2\beta =3\gamma c) \frac{\alpha }{3}=\frac{\beta }{2}=\gamma d) \alpha =\frac{\beta }{2}=\frac{\gamma }{3}
সঠিক উত্তর- d) \alpha =\frac{\beta }{2}=\frac{\gamma }{3}
1.2 তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক (\gamma_a) ও প্রকৃত প্রসারণের (\gamma_r) এর মধ্যে সম্পর্ক- a) \gamma_a>\gamma_r b) \gamma_a=\gamma_r c) \gamma_a<\gamma_r d)\frac{\gamma_a}{\gamma_g}= ধ্রুবক
সঠিক উত্তর- c) \gamma_a<\gamma_r
1.3 কঠিন, তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে γs, γr ও γg হলে কোন সম্পর্কটি সত্য? a) γr>γs>γg b) γg>γr> γs c) γs> γr>γg d) γr>γg>γs
সঠিক উত্তর- b) γg>γr> γs
1.4 কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হল a) m b) m-1 c) ০C-1 d) ০C
সঠিক উত্তর- c) ০C-1
1.5 কোন কঠিন পদার্থের সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও যথাক্রমে \alpha_c ও \alpha_F হলে a) \alpha_F=\frac{5}{9}\alpha_c b) \alpha_F=\frac{9}{5}\alpha_c c) \alpha_F=\frac{5}{8}\alpha_c d) \alpha_F=\frac{5}{6}\alpha_c
সঠিক উত্তর a) \alpha_F=\frac{5}{9}\alpha_c
প্রমাণ- সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক \frac{C}{5}=\frac{F-32}{9}
C_1 ও C_2 সেলসিয়াস স্কেলে দুটি ভিন্ন উষ্ণতার জন্য ফারেনহাইট স্কেলে মান F_1 ও F_2 হলে \frac{C_1-C_2}{5}=\frac{F_1-F_2}{9}। অর্থাৎ 1⁰C উষ্ণতার পরিবর্তনে ফারেনহাইট স্কেলে পরিবর্তন হয় \frac{5}{9}{}^0F
তাহলে, \alpha_c=\frac{\alpha}{{1}^0C}=\frac{\alpha}{\frac{5}{9}{}^0F}
or, \frac{5}{9}\alpha_c=\frac{\alpha}{{1}^0F}=\alpha_F
1.6 লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36\times10^{-6}/{}^0C হলে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে
a)12\times10^{-6}/{}^0C b) 24\times10^{-6}/{}^0C c)18\times10^{-6}/{}^0C d) 36\times10^{-6}/{}^0C
সঠিকউত্তর a)12\times10^{-6}/{}^0C
1.7 নিচের কোনটির তাপ পরিবাহিতা সবথেকে বেশি?
a) তামা b) সোনা c) লোহা d) হীরা
সঠিক উত্তর- d) হীরা
1.8 তাপের সুপরিবাহী একটি তরল পদার্থ হল a) জল b) পারদ c) অ্যালকোহল d)ব্রোমিন
সঠিক উত্তর- b) পারদ
1.9 তাপীয় রোধের SI একক হল a)WK^{-1} b) KW^{-1} c) Wm^{-1}K^{-1} d) mKW^{-1}
সঠিক উত্তর- b) KW^{-1}
1.10 প্রদত্ত কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে a) উষ্ণতা b) দৈর্ঘ্য c) উপাদানের প্রকৃতি d) প্রস্থচ্ছেদ
সঠিক উত্তর- a) উপাদানের প্রকৃতি
2.তাপের ঘটনাসমূহ Class 10- অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
2.1 শূন্যস্থান পূরণ কর- তরলের প্রকৃত প্রসারণ=________+ পাত্রের প্রসারণ
=> তরলের আপাত প্রসারণ
2.2 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত?
=> {\frac{1}{273}}^{0}{C}^{-1}
2.3 আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত?
=> অসীম
2.4 নীচের বিবৃতি ‘সত্য’ না ‘মিথ্যা’ লেখোঃ পাত্রের প্রসারণ বেশি হলে তরলের আপাত প্রসারণ বেশি হয়।
=>মিথ্যা
2.5 SI পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক লেখো।
=> J.s-1.m-1.K-1
2.6 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের SI একক কী?
অথবা, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের SI একক কী?
অথবা, আয়তন প্রসারণ গুনাঙ্কের SI একক কী?
=>K-1
2.7 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা কী?
অথবা, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মাত্রা কী?
অথবা, আয়তন প্রসারণ গুনাঙ্কের মাত্রা কী?
=> [θ-1]
2.8 কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুনাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো।
=>\alpha = \frac{\beta}{2} = \frac{\gamma}{3}
2.9 একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন কমে।
=> পিতল, জল
2.10 দ্বিধাতব পাতের দুটি ব্যবহার লেখো।
=> ফায়ার অ্যালার্ম, থার্মোস্ট্যাট
2.11 বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ। - “কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে”।
=>সত্য
2.12 লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির?
=> ইনভার
2.13 থার্মোমিটারে পারদ এর কোন ধরনের প্রসারণ হয়?
=> পারদ যেহেতু তরল। তাই এর তরল সংক্রান্ত প্রসারণ ঘটে।
2.14 আদর্শ পরিবাহীর তাপ রোধাঙ্কের মান কত?
=>শূন্য।
2.15 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে?
=> প্রাথমিক আয়তন ও উষ্ণতার পরিবর্তন একক (স্থির) ধরা হয়।
2.16 জলের কোন্ ধর্মের জন্য শীতের দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে?
=> জলের ব্যতিক্রান্ত প্রসারণ ধর্মের জন্য। 0⁰C থেকে 4⁰C পর্যন্ত উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন কমতে থাকে।
2.17 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত?
=> \frac{1}{273} {}^0C^{-1}
2.18 তরলের ঘনত্বের সঙ্গে কোন্ প্রসারণ গুণাঙ্গের সম্পর্ক আছে?
=>আছে। \rho=\frac{\rho_0}{1+\gamma t}। যেখানে, \rho_0 = 0⁰C উষ্ণতায় ঘনত্ব, \rho=t⁰C উষ্ণতায় ঘনত্ব ঘনত্ব, \gamma = আয়তন প্রসারণ গুণাঙ্ক
2.19 তাপীয় রোধাঙ্ক কাকে বলে?
=> তাপ পরিবাহীতার অনোন্যককে তাপীয় রোধাঙ্ক বলে।
2.20 তাপীয় রোধাঙ্কের SI একক লেখো।
=>W-1.m.K
3. তাপের ঘটনাসমূহ Class 10- সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
3.1 তাপ প্রয়োগে তামার তারকে কাচের সঙ্গে সিল করা যায় না কেন?
=> তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাঁচের তুলনায় বেশি। সেজন্য যখন দুটোই ঠান্ডা হয় তখন কাচের তুলনায় তামা বেশি পরিমাণে সংকুচিত হয়। ফলে তামা ও কাচের মধ্যে ফাকা স্থান তৈরি হয় এবং কাঁচের মধ্যে তামাটি সিল হয় না।
3.2 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে?
=>একক দৈর্ঘ্যের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে বস্তুটির যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে।
3.3 ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কাকে বলে?
=>একক ক্ষেত্রফলের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে বস্তুটির যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলে।
3.4 আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে?
=>একক আয়তনের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে বস্তুটির যে পরিমাণ অয়ায়তন বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে।
3.5 দেখাও যে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের ওপর নির্ভরশীল নয়, তাপমাত্রার এককের উপর নির্ভরশীল।
অথবা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না কেন?
=> ধরি, t_1 ⁰C উষ্ণতায় কোনো বস্তুর দৈর্ঘ্য l_1 cm তাপ প্রয়োগে বস্তুটির উষ্ণতা হয় t_2 ⁰C ও অন্তিম দৈর্ঘ্য হয় l_2 cm।
তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক \alpha =\frac{l_2-l_1}{l_1(t_2-t_1)} । একক বসিয়ে পাই \alpha=\frac{cm}{cm\times{}^0C} ={}^0C^{-1}
3.6 দেখাও যে, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের একক ক্ষেত্রফলের ওপর নির্ভরশীল নয়, তাপমাত্রার এককের উপর নির্ভরশীল।
অথবা, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না কেন?
=> ধরি, t_1 ⁰C উষ্ণতায় কোনো বস্তুর ক্ষেত্রফল S_1 cm2 তাপ প্রয়োগে বস্তুটির উষ্ণতা হয় t_2 ⁰C ও অন্তিম ক্ষেত্রফল হয় S_2 cm2 ।
তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক \beta =\frac{S_2-S_1}{S_1(t_2-t_1)} । একক বসিয়ে পাই \beta=\frac{cm^2}{cm^2 \times{}^0C} ={}^0C^{-1}
3.7 দেখাও যে, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক আয়তনের ওপর নির্ভরশীল নয়, তাপমাত্রার এককের উপর নির্ভরশীল।
অথবা, আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তনের এককের উপর নির্ভর করে না কেন?
=> ধরি, t_1 ⁰C উষ্ণতায় কোনো বস্তুর আয়নত V_1 cm3 তাপ প্রয়োগে বস্তুটির উষ্ণতা হয় t_2 ⁰C ও অন্তিম আয়তন হয় V_2 cm3 ।
তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক \gamma =\frac{V_2-V_1}{V_1(t_2-t_1)} । একক বসিয়ে পাই \gamma=\frac{cm^3}{cm^3 \times{}^0C} ={}^0C^{-1}
3.8 বিভিন্ন প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।
অথবা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক (α), ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক (β) ও আয়তন প্রসারণ গুণাঙ্কের (γ) মধ্যে সম্পর্ক প্রস্তিষ্ঠা কর।
=> উত্তরটি দেখত এখানে ক্লিক করুন।
3.9 লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক (α) 1.2×10-5/°C হলে এর ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক কত?
=> ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক (β)= 2α=2×1.2×10-5/°C=2.4×10-5/°C
আয়তন প্রসারণ গুণাঙ্ক (γ)=3α=3×1.2×10-5/°C=3.6×10-5/°C
3.10 লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2×10-5/°C বলতে কী বোঝায়? ফারেনহাইট স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত?
=> কথাটির অর্থ হল, 1 m (বা cm) দৈর্ঘ্যের লোহার দন্ডের উষ্ণতা 1°C বৃদ্ধিতে লোহার দৈর্ঘ্য 1.2×10-5 m (বা cm) বৃদ্ধি পাবে।
ফারেনহাইট স্কেলে এর মান- \frac{5}{9}\times 1.2\times 10^{-5}/°F=6.67×10-6/°F
3.11 একটি শিশির মুখে ধাতব ছিপি আটকে গেলে খোলার জন্য তুমি কী করবে?
=> শিশির মুখে গরম জল ঢেলে দিব। এতে ধাতব ছিপি ও শিশি দুটোই আয়তনে বৃদ্ধি পাবে ঠিকই। তবে ধাতুর তাপীয় প্রসারণ বেশি হওয়ায় এটি বেশি প্রসারিত হবে ও ছিপি আলগা হয়ে যাবে।
3.12 কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক উষ্ণতার পরিবর্তনের সঙ্গে কীভাবে সম্পর্কিত ?
=> দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় একক উষ্ণতার কথা বলা হয়েছে। সেজন্য যে কোনো অবস্থায় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একই থাকবে। তবে উষ্ণতার পরিবর্তন যদি একক পরিমাণ না হয়ে তুলনামূলক বেশি হয় সেক্ষেত্রে দৈর্ঘ্যের পরিবর্তন সূচকীয় ভাবে হয়।
3.13 তরলের ক্ষেত্রে দুই প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় কেন? এদের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম?
=> তরলের প্রসারণগুলি হল- আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ।
যখন কোনো তরলকে কোনো পাত্রে রেখে তাপ প্রয়োগ করা হয় তখন সেই পাত্রের প্রসারণ ঘটে এবং সেইসাথে তরলেরও প্রসারণ ঘটে। প্রসারিত পাত্রের সাপেক্ষে তরলের প্রসারণ মাপা হচ্ছে বলে একে তরলের আপাত প্রসারণ বলে।
কিন্তু তরলের প্রসারণ কোনভাবেই পাত্রের উপর নির্ভরশীল নয়। এক্ষেত্রে যে প্রসারণ ঘটে তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে।
সেজন্য তরলের প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব ধর্ম ।
3.14 তাপ পরিবাহিতা কাকে বলে?
=> একক দৈর্ঘ্যের কোনো ঘনক আকৃতির বস্তুর দুই বিপরীত প্রান্তের উষ্ণতার পার্থক্য একক হলে একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয়ে তাকে ওই বস্তুর তাপ পরিবাহিতা বলে।
3.15 কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহণ কোন্ কোন বিষয়ের উপর নির্ভর করে লেখো।
=> পদার্থের উপাদান, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ও সময়ের ওপর।
3.16 শীতকালে একই উয়তায় থাকা একটি কাঠের চেয়ার এবং একটি লোহার চেয়ার হাত দিয়ে স্পর্শ করলে লোহার চেয়ারটিকে বেশি ঠান্ডা মনে হয় কেন?
=> লোহার তুলনায় কাঠের তাপ পরিবাহিতাঙ্ক কম। সেজন্য লোহাতে স্পর্শ করলে যে দ্রুততায় হাত থেকে তাপ লোহাতে পৌছায় কাঠে স্পর্শ করলে তার চেয়ে ধীরে ঘটে। সেজন্যই লোহাকে ঠান্ডা মনে হয়।
3.17 কী কারণে কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহণে বাঁধার সৃষ্টি হয় ?
=> তাপ প্রয়োগে কঠিন বস্তুর অণুগুলি কম্পন বৃদ্ধি এবং এই কম্পনের জন্য বস্তুর আরও জায়গার প্রয়োজন। ফলে বস্তুর আয়তন বৃদ্ধি পায়। তাছাড়া বিকিরণের জন্য কিছুটা তাপের অপচয় ঘটে। এইসবের মিলিত কারণকে তাপীয় রোধ বলে যার জন্য বস্তুতে তাপ পরিবহণে বাঁধার সৃষ্টি হয়।
3.18 তাপীয় রোধ ও তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।
=> আমরা জানি, তাপীয় প্রবাহমাত্রা I=\frac{Q}{t}=\frac{k(\theta_1-\theta_2)A}{x} [চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে]
or, \frac{x}{kA}=\frac{\theta_1-\theta_2}{I}=ψ= তাপীয় রোধ
or, ψ=\frac{x}{kA}
3.19 তাপীয় রোধ কাকে বলে? তাপীয় রোধের SI একক ও মাত্রা কী?
=> কোনো পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রা ও তাপীয় প্রবাহমাত্রার অনুপাতকে (\frac{{\theta}_{1} - {\theta}_{2}}{I}) তাপীয় রোধ (ψ) বলে। অন্যভাবে বলা যায়, পরিবাহী দিয়ে তাপের পরিবহনকালে প্রাপ্ত বাঁধাওকে যে রাশি দিয়ে পরিমাপ করা হয় তাকে তাপীয় রোধ বলে।
তাপীয় রোধ -এর SI একক kelvin.W-1
তাপীয় রোধ -এর মাত্রা [M-1L-2T3θ]
3.20 তড়িৎ রোধ ও তাপীয় রোধের মধ্যে পার্থক্য লেখো।
=>
তড়িৎ রোধ | তাপীয় রোধ | |
i) সংজ্ঞা | তড়িৎ প্রবাহ কালে যে বাঁধার সৃষ্টি হয় তাকে তড়িৎ রোধ বলে। | তাপ পরিবহন কালে যে বাঁধার সৃষ্টি হয় তাকে তাপীয় রোধ বলে। |
ii) SI একক | ohm বা Ω | kelvin.W-1 |
iii) মাত্রা | ML2T-3I-2 | [M-1L-2T3θ] |
অন্যান্য লিঙ্ক
আলো
চল তড়িৎ
পরমাণুর নিউক্লিয়াস
পর্যায় সারণি এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর
Very nice website