Table of Contents
ToggleWBBSE Class 10 Physical Science Syllabus (মাধ্যমিক ভৌতবিজ্ঞান সিলেবাস)
ভৌতবিজ্ঞান ও পরিবেশ
দশম শ্রেণি
প্রথম পর্যায়ক্রমিক
মূল্যায়ন- 40
ভাবমূল/উপভাবমূল
1. পরিবেশের জন্য ভাবনা
2. গ্যাসের আচরণ
3. আলো
4. পর্যায়সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা
5. আয়নীয় ও সমযোজী বন্ধন
নম্বর বিভাজন
ভাবমূল/উপভাবমূল | MCQ (GR-A) | VSA (GR-B) | SA (GR-C) | LA (GR-D) | Total |
1. পরিবেশের জন্য ভাবনা | 1×1 | 1×2 | 2×1 | - | 5 |
2. গ্যাসের আচরণ | 1×1 | 1×2 | 2×1 | 3×1 | 8 |
3. আলো | 1×3 | 1×3 | 2×1 | 3×2 | 14 |
4. পর্যায়সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা | 1×1 | 1×1 | 2×1 | 3×1 | 7 |
5. আয়নীয় ও সমযোজী বন্ধন | 1×1 | 1×1 | 2×2 | - | 6 |
মোট | 7 | 9 | 12 | 12 | 40 |
দ্বিতীয় পর্যায়ক্রমিক
মূল্যায়ন- 40
ভাবমূল/উপভাবমূল
1. রাসায়নিক গণনা
2. তাপের ঘটনাসমূহ
3. চলতড়িৎ
4. তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া
5. পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন
6. ধাতুবিদ্যা
নম্বর বিভাজন
ভাবমূল/উপভাবমূল | MCQ (GR-A) | VSA (GR-B) | SA (GR-C) | LA (GR-D) | Total |
1. রাসায়নিক গণনা | 1×1 | 1×1 | - | 3×1 | 5 |
2. তাপের ঘটনাসমূহ | 1×1 | 1×2 | - | 3×1 | 6 |
3. চলতড়িৎ | 1×2 | 1×2 | 2×1 | 3×2 | 12 |
4. তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া | 1×1 | 1×2 | - | 3×1 | 6 |
5. পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন | 1×1 | 1×1 | 2×1 | 3×1 | 7 |
6. ধাতুবিদ্যা | 1×1 | 1×1 | 2×1 | - | 4 |
মোট | 7 | 9 | 6 | 18 | 40 |
1. Group A-ভুক্ত বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) : প্রত্যেকটি প্রশ্ন বাধ্যতামূলক। কোনো প্রশ্নের জন্য বিকল্প প্রশ্ন দেওয়া যাবে না।
2. Group B-ভুক্ত অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলি (VSA) হবে— (a) একটি শব্দ বা একটি বাক্যে উত্তর, (b) স্তম্ভ মেলানো, (c) শূন্যস্থান পূরণ,
(d) সত্য/মিথ্যা ধরনের। প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে Group B-ভুক্ত অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির ক্ষেত্রে 3 টি প্রশ্নের একই ভাবমূল/
উপভাবমূল থেকে বিকল্প প্রশ্ন থাকবে।
3. Group C-ভুক্ত প্রশ্নের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 3টি প্রশ্নের একই ভাবমূল/উপভাবমূল থেকে বিকল্প প্রশ্ন থাকবে।
4. Group D-ভুক্ত প্রশ্নের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 3 টি প্রশ্নের একই ভাবমূল/উপভাবমূল থেকে বিকল্প প্রশ্ন থাকবে। এই গ্রুপে 3
নম্বরের প্রশ্নকে (2+1) রূপে বিভাজন করা যেতে পারে।
5. সমস্ত বিকল্প প্রশ্ন হবে অভ্যন্তরীণ (Internal) যথা (2a) প্রশ্নের বিকল্প দিতে হবে এইভাবে ( 2a) [প্রশ্ন] অথবা [প্রশ্ন], (2b), ইত্যাদি।
6. প্রতিটি গাণিতিক প্রশ্নের একই ভাবমূল/উপভাবমূলের অন্তর্গত বিকল্প থাকবে ।
তৃতীয় পর্যায়ক্রমিক (Test Exam)
মূল্যায়ন- 90
ভাবমূল/উপভাবমূল-
সম্পূর্ণ বই
নম্বর বিভাজন
বিভাগ | ভাবমূল/উপভাবমূল | MCQ (GR-A) | VSA (GR-B) | SA (GR-C) | LA (GR-D) | Total |
সাধারণ অংশ | 1. পরিবেশের জন্য ভাবনা | 1×1 | 1×2 | 2×1 | - | 5 |
2. গ্যাসের আচরণ | 1×1 | 1×2 | 2×1 | 3×1 | 8 | |
3. রাসায়নিক গণনা | 1×1 | - | - | 3×1 | 4 | |
পদার্থ বিদ্যা | 4. তাপের ঘটনাসমূহ | 1×1 | 1×1 | - | 3×1 | 5 |
5. আলো | 1×2 | 1×2 | 2×1 | 3×2 | 12 | |
6. চলতড়িৎ | 1×2 | 1×2 | 2×1 | 3×2 | 12 | |
7. পরমাণুর নিউক্লিয়াস | 1×1 | 1×1 | - | 3×1 | 5 | |
রসায়ন | 8. পর্যায়সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা | 1×1 | 1×2 | - | 3×1 | 6 |
9. আয়নীয় ও সমযোজী বন্ধন | 1×1 | 1×1 | 2×2 | - | 6 | |
10. তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া | 1×1 | 1×2 | - | 3×1 | 6 | |
11. পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন | 1×1 | 1×2 | 2×1 | 3×1 | 8 | |
12. ধাতু বিদ্যা | 1×1 | 1×2 | 2×1 | - | 5 | |
13. জৈব রসায়ন | 1×1 | 1×2 | 2×1 | 3×1 | 8 | |
মোট | 15 | 21 | 18 | 36 | 90 |
1. Group A-ভুক্ত বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) : প্রত্যেকটি প্রশ্ন বাধ্যতামূলক। কোনো প্রশ্নের জন্য বিকল্প প্রশ্ন দেওয়া যাবে না।
2. Group B-ভুক্ত অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলি (VSA) হবে- (a) একটি শব্দ বা একটি বাক্যে উত্তর, (b) স্তম্ভ মেলানো, (c) শূন্যস্থান পুরণ,
(d) সত্য/মিথ্যা ধরনের। Group B-ভুক্ত অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির ক্ষেত্রে সাধারণ অংশ থেকে 1টি, পদার্থবিদ্যার অংশ থেকে 2 টি ও রসায়নের অংশ
থেকে 3টি মোট 6 টি প্রশ্নের একই ভাবমূল/উপভাবমূল থেকে বিকল্প প্রশ্ন থাকবে।
3. Group-C ভুক্ত প্রশ্নের ক্ষেত্রে (a) সাধারণ অংশ থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1টি প্রশ্নের একই ভাবমূল থেকে বিকল্প প্রশ্ন থাকবে। (b)
পদার্থবিদ্যার অংশ থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1টি প্রশ্নের একই ভাবমূল থেকে বিকল্প প্রশ্ন থাকবে। (c) রসায়নের অংশ থেকে 5টি প্রশ্নের
উত্তর দিতে হবে। 3টি প্রশ্নের একই উপভাবমূল থেকে বিকল্প প্রশ্ন থাকবে।
4. Group-D ভুক্ত প্রশ্নের ক্ষেত্রে : (a) সাধারণ অংশ থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1টি প্রশ্নের একই ভাবমূল থেকে বিকল্প প্রশ্ন থাকবে। (b)
পদার্থবিদ্যার অংশ থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3টি প্রশ্নের একই ভাবমূল থেকে বিকল্প প্রশ্ন থাকবে। (c) রসায়নের অংশ থেকে 4টি প্রশ্নের
উত্তর দিতে হবে। 2টি প্রশ্নের একই উপভাবমূল থেকে বিকল্প প্রশ্ন থাকবে। এই গ্রুপে 3 নম্বরের প্রশ্নকে (2+1) রূপে বিভাজন করা যেতে পারে।
5. সমস্ত বিকল্প প্রশ্ন হবে অভ্যন্তরীণ (Internal) যথা (2a) প্রশ্নের বিকল্প দিতে হবে এইভাবে ( 2a) [প্রশ্ন] অথবা [প্রশ্ন], (2b), ইত্যাদি
6. প্রতিটি গাণিতিক প্রশ্নের একই ভাবমূল/উপভাবমূলের অন্তর্গত বিকল্প থাকবে।
7. এই প্রশ্নকাঠামো মাধ্যমিক পরীক্ষার নির্দেশক।
Credit- WBBSE