NaCl অনুর অস্তিত্ব নেই কেন?
NaCl একটি তড়িৎযোজী যৌগ। সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে Na^+ ও ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে Cl^- তৈরি করে। যা তীব্র তড়িৎ আকর্ষণ বলের জন্য কাছাকাছি অবস্থান করে। কিন্তু একক অণুর পরিবর্তে একাধিক Na^+ ও Cl^- পরস্পরের কাছাকাছি অবস্থান করে একটি কেলাসাকার গঠন তৈরি করে। এই ধরনের কেলাসাকার গঠন প্রত্যেক আয়নীয় বা তড়িৎযোজী যৌগে লক্ষ্য করা যায়। NaCl-এর ক্ষেত্রে একটি Na^+ আয়নের ছয় দিকে 6টি Cl^- এবং একইভাবে একটি Cl^- আয়নের ছয় দিকে 6টি Na^+ আয়ন অবস্থান করে।
যদি একক NaCl অণুর অস্তিত্ব থাকত তাহলে এদের মধ্যে বন্ধন টি অনেক দুর্বল হতে হতো। যা কেলাস গঠন তৈরি করতে পারত না।
আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়ের অন্যান্য প্রশ্নোত্তরের জন্য এখানে ক্লিক করুন।