CLASS-X

পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন Class 10- Part 2

SHARE

1.পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন- সঠিক উত্তরটি বেছে নাও

হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড

1.1 অসওয়াল্ড পদ্ধতিতে প্রস্তুত করা হয়-  a)  NH_3               b) HNO_3               c)  H_2SO_4               d) N_2
সঠিক উত্তর- b) HNO_3 

1.2 লা ব্লাঙ্ক পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? a) H_3PO_4        b) H_2SO_4           c) HNO_3             d) HCl
সঠিক উত্তর- d) HCl

1.3 স্পর্শ পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? a) H_3PO_4        b) H_2SO_4           c) HNO_3             d) HCl
সঠিক উত্তর- d) H_2SO_4

1.4 অসওয়াল্ড পদ্ধতিতে HNO_3 প্রস্তুত করে অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়-
a) 10% রোডিয়াম যুক্ত প্লাটিনাম তারজালি
b) প্লাটিনাম চূর্ণ
c) লৌহ চূর্ণ
d) ভ্যানাডিয়াম পেন্টক্সাইড

সঠিক উত্তর- a) 10% রোডিয়াম যুক্ত প্লাটিনাম তারজালি

অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড ও নাইট্রোজেন সম্পর্কিত প্রশ্নের জন্য এখানে ক্লিক করো।

2. পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড

2.1 মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলে?
=> হাইড্রোক্লোরিক অ্যাসিডকে।

2.2 রসায়নাগারে ধাতব মূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয়?
=>HCl

2.3 লা ব্লাঙ্ক পদ্ধতিতে HCl প্রস্তুতিতে বিকারক কী কী?
=> NaCl ও গাঢ় H_2SO_4

2.4 অ্যাকোয়া ফরটিস কী?
=>
নাইট্রিক অ্যাসিড HNO3-কে অ্যাকোয়া ফরটিস বা শক্তিশালী জল বলা হয়।

2.5 অসওয়াল্ড পদ্ধতিতে প্রথম ধাপে কোন কোন গ্যাস বিক্রিয়া করে?
=> অ্যামোনিয়া(NH_3) ও অক্সিজেন(O_2)।

2.6 সম্পূর্ণ কর- 2NO_2+H_2O \rightarrow A+B
=>2NO_2+H_2O \rightarrow HNO_3+HNO_2

2.7 হাতে নাইট্রিক অ্যাসিড পড়লে ত্বক হলুদ হয়ে যায় কেন?
=>ত্বকের প্রোটিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হলুদ বর্ণের জ্যান্থোপ্রোটিন (Xanthoprotein) উৎপন্ন করে।

2.8 ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কাকে বলে?
=> গাঢ় নাইট্রিক অ্যাসিডে অতিরিক্ত নাইট্রিক অ্যাসিড মিশে থাকলে এর বর্ণ বাদামি হয়। সাধারণ অবস্থায় নাইট্রিক অ্যাসিড থেকে ধোঁয়া নির্গত হয়। তাই একে ধূমায়মান নাইট্রিক অয়াসিড বলে।

2.9 অয়েল অফ ভিট্রিয়ল (Oil of vitriol) কাকে বলে?
=> সালফিউরিক অ্যাসিডকে।

2.10 শূণ্যস্থান পূরণ কর-  স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে ব্যবহৃত হয় _______।
=> আয়রন পাইরাইটস

2.11 আয়রন পাইরাটস্‌-এর সঙ্কেত কী?
=>FeS_2

2.12 ধূমায়মান  সালফিউরিক অ্যাসিড কাকে বলে?
=> ওলিয়াম (H_2S_2O_7)-কে।

2.13 ‘Acid Mist’ কী?
=> SO_3-তে সরাসরি জল যোগ করলে প্রচুর তাপ উৎপন্ন হয়। যার ফলে অনেকটা  SO_3- কুয়াশা সৃষ্টি করে। একে Acid Mist বলে।

2.14 সালফান কাকে বলে?
=> 100% ওলিয়াম (H2S2O7) কে সালফান বলে।

অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড ও নাইট্রোজেন সম্পর্কিত প্রশ্নের জন্য এখানে ক্লিক করো।

3. পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড

হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প উৎপাদন- সংশ্লেষণ পদ্ধতি

3.1 HCl প্রস্তুতির সংশ্লেষণ পদ্ধতিটি বর্ণনা কর
=> প্রায় সমান আয়তনের হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাস নিয়ে সিলিকা দিয়ে তৈরি নল দিয়ে দহন প্রকোষ্ঠে চালনা করা হয়। দহনের ফলে হাইড্রোজেন ও ক্লোরিন বিক্রিয়া করে HCl গ্যাস উৎপন্ন করে।
H_2+Cl_2 \rightarrow 2HCl
এরপর এইচসিএল গ্যাসকে ঠান্ডা করে জলে দ্রবীভূত করা হয়।

3.2 HCl প্রস্তুতির লা ব্ল্যাঙ্ক পদ্ধতিটি বর্ণনা কর।
=> 150⁰C-200⁰C উষ্ণতায় খাদ্য লবণের সঙ্গে গাঢ় H_2SO_4 মিশিয়ে উত্তপ্ত করলে অদ্রাব্য সোডিয়াম বাইসাইলফাইড (NaHSO_4) ও HCl গ্যাস উৎপন্ন হয়।
NaCl + H_2SO_4\mathop{\rightarrow}\limits^{150\degree C - 200\degree C}NaHSO_4 + HCl
এরপর NaHSO_4 ও NaCl বিক্রিয়া করে আবার HCl গ্যাস ও সঙ্গে NaHSO_4 উৎপন্ন করে।
NaCl + NaHSO_4\mathop{\rightarrow}\limits^{550\degree C}Na_2SO_4 + HCl

নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন- অসওয়াল্ড পদ্ধতি

3.3 নাইট্রিক অ্যাসিড উৎপাদনের অসওয়াল্ড পদ্ধতি (Ostwald process) বর্ণনা করো।
=> শুষ্ক অ্যামোনিয়া ও বিশুদ্ধ অক্সিজেনকে 1:10 অনুপাতে মিশিয়ে 7-8 atm চাপে 700℃ উষ্ণতায় উত্তপ্ত করে Pt-Rh তারজালি দিয়ে দ্রুত চালনা করলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটি উভয়মুখী ও তাপদায়ী হওয়ায় পরে আর কোনো তাপের প্রয়োজন হয় না।
4NH_3 + 5O_2\mathop{\rightleftarrows}\limits_{7 - 8\;atm,\;700\degree C}^{Pt - Rh}4NO + 6H_2O + \Delta
উৎপন্ন নাইট্রিক অক্সাইডকে শীতল করে পুনরায় অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিণত করা হয়।
2NO + O_2\rightleftarrows 2NO_2
এই NO_2-কে কোয়ার্টজ বা পাথররের কুচি দিয়ে তৈরি স্তম্ভের নীচের দিক থেকে চালনা করা হয়। স্তম্ভের ওপর থেকে জলের ধারা পড়তে থাকে। তখন নাইট্রোজেন ডাই অক্সাইড ও জল বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়।
3NO_2 + H_2O\rightarrow 2HNO_3+NO\uparrow
এইভাবে উৎপন্ন নাইট্রিক অ্যাসিড লঘু প্রকৃতির হয়। একে 68℃ উষ্ণতায় ধীরে ধীরে উত্তপ্ত করে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ পাতিত করলে 98% নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়।

3.4 অম্লরাজ কাকে বলে? এর ব্যবহার লেখো।
=> HClHNO_3 এর 3:1 অনুপাতের মিশ্রণকে অম্লরাজ বলে। এদের বিক্রিয়ায় জায়মান ক্লোরিন উৎপন্ন হয় যা রাসায়নিকভাবে খুব সক্রিয় হয়।
3HCl+HNO_3 \rightarrow NOCl+2[Cl]+2H_2O
ব্যবহার- সোনা গলানোর কাজে অম্লরাজ ব্যবহার করা হয়।

সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন- স্পর্শ পদ্ধতি

3.5 সালফিউরিক অ্যাসিড উৎপাদনের স্পর্শ পদ্ধতিটি বর্ণনা করো।
=>প্রথমে সালফারের দহনে সালফার ডাই অক্সাইড প্রস্তুত করা হয়। অথবা আয়রন পাইরাটস্‌কে পোড়ালে সালফার ডাই অক্সাইড পাওয়া যাবে।
S + O_2\rightarrow SO_2;4FeS_2 + 11O_2\rightarrow 2Fe_2O_3 + 8SO_2
এরপরে SO_2-কে 1-2 atm চাপে 450℃ উষ্ণতায় ভ্যানডিয়াম পেন্টক্সাইড (V_2O_5} বা প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে ধূলিকণা বিহীন অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে সালফার ট্রাই অক্সাইড SO_3 তৈরি করা হয়।
2SO_2 + O_2\quad\mathop{\rightleftarrows}\limits_{V_2O_5\;or\;Pt\;catalyst}^{1- 2atm,450\degree C}\quad SO_2 + 45\;kcal
উৎপন্ন SO_3-কে 98% সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষিত করে ওলিয়াম তৈরি করা হয়।
SO_3+H_2SO_4 \rightarrow H_2S_2O_7
এর পরে ওলিয়ামে নির্দিষ্ট পরিমাণ জল মিশিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়।
H_2S_2O_7+H_2O \rightarrow 2H_2SO_4

3.5 সালফিউরিক অ্যাসিড উৎপাদনের স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন SO_3-তে সরাসরি জল যোগ করা হয় না কেন?
=>  SO_3-তে সরাসরি জল যোগ করলে প্রচুর তাপ উৎপন্ন হয়। যার ফলে অনেকটা  SO_3- কুয়াশা সৃষ্টি করে ও অপচয় ঘটে। সেজন্য SO_3-কে 98% সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষিত করে ওলিয়াম তৈরি করা হয় এবং এর পরে পরিমাপ অনুযায়ী জল মেশানো হয়।

অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড ও নাইট্রোজেন সম্পর্কিত প্রশ্নের জন্য এখানে ক্লিক করো।

SHARE

Related Posts

MCQ physical science

চল তড়িৎ Quiz Class 10

চল তড়িৎ Quiz Class 10

আলো QUIZ- দশম শ্রেণি

আলো QUIZ- দশম শ্রেণি

তাপের ঘটনাসমূহ MCQ TEST

MCQ physical science

রাসায়নিক গণনা MCQ TEST

 

MCQ physical science

MCQ QUIZ গ্যাসের আচরণ Class 10

MCQ physical science

পরিবেশের জন্য ভাবনা MCQ Quiz

         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!