ধরি, একটি ঘনকের প্রাথমিক দৈর্ঘ্যl0 । θ পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য হয় l1
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α হলে , l1=l0 (1+αθ)
or,(l1)2=(l0)2 (1+αθ)2 [উভয় পাশে বর্গ করে পাই]
or,S1=S0(1+2αθ+α2 θ2) [S0=(l0)2 = প্রতি তলের প্রাথমিক ক্ষেত্রফল, S1=(l1)2 = প্রতি তলের অন্তিম ক্ষেত্রফল]
or,S1≈(1+2αθ) [α<1 হওয়ায় এর উচ্চঘাত উপেক্ষিত]
কিন্তু, S1=S0(1+βθ) [β = ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক]
সুতরাং β=2α
আবার,l1=l0 (1+αθ)
or,(l1)3=(l0)3 (1+αθ)3 [উভয় পাশে ঘন করে পাই]
or,V1=V0(1+3αθ+3α2 θ2+α3 θ3) [V0=(l0)3 = প্রাথমিক আয়তন,V1=(l1)3 = অন্তিম আয়তন]
or,V1≈V0(1+3αθ) [α<1 হওয়ায় এর উচ্চঘাত উপেক্ষিত]
কিন্তু, V1=V0(1+γθ)
সুতরাং, γ=3α
∴α=β/2=γ/3