এখানে যে বিষয়গুলি আছে
Toggle1. বল ও গতি-সঠিক উত্তরটি বেছে নাও
1.1 সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হল – (a) ঘূর্ণন গতি, (b) বৃত্তীয় গতি, (c) চলন গতি, (d) কোনোটিই নয়।
সঠিক উত্তর- (b) বৃত্তীয় গতি
1.2 2 kg ভরের ওপর ক্রিয়া করে 1 ms-2 ত্বরণ উৎপন্ন করতে পারে যে বল তার মান হল – (a) 1 N, (b) 0.5 N, (c) 2 N, (d) 4 N
=> বল= ভর ×ত্বরণ= 2×1 N= 2 N সঠিক উত্তর- (c) 2 N
1.3 যে সূত্রের দ্বারা রকেটের গতি ব্যাখ্যা করা যায় তা হল (a) ভরের সংরক্ষণ সূত্র, (b) শক্তির সংরক্ষণ সূত্র, (c) ভরবেগের সংরক্ষণ সূত্র, (d) কোনোটিই নয়।
সঠিক উত্তর- (c) ভরবেগের সংরক্ষণ সূত্র
1.4 প্রদত্ত কোন্ লেখচিত্রটি কোনো কণার সমমন্দনে গতি প্রকাশ করে?
সঠিক উত্তর- (c)
1.5 একটি বাস ও একটি বাইক একই গতিবেগে চলছে। যে বস্তুটিকে থামানোর জন্য বেশি বল লাগবে তা হল
(a) বাস, (b) বাইক, (c) উভয়ক্ষেত্রেই সমান, (d) বলা সম্ভব নয় ।
সঠিক উত্তর- (d) বলা সম্ভব নয় ব্যাখ্যা- একই দূরত্বে থামাতে গেলে যে বেশি ভারী মানে বাসটিতে বেশি বল প্রয়োগ করতে হবে। আবার সম পরিমান বল প্রয়োগে বাসটির ভর বেশি হওয়ায় ত্বরণ কম হবে এবং এটি বেশি দূরে গিয়ে থামে। তারমানে বলের যে কোনো মানে বাস ও বাইক দুটোই থামবে।
2.বল ও গতি-অতি সংক্ষিপ্ত প্রশ্ন
2.1 এই মহাবিশ্বে কি পরম স্থির বস্তু আছে?
=> না। মহাবিশ্বে পরম স্থির বস্তু বলে কিছু নেই।
2.2 পৃথিবীর সাপেক্ষে হিমালয় পর্বত স্থির না গতিশীল?
=> স্থির
2.3 শূন্যস্থান পূরণ করো : বস্তুর______জাড্যের পরিমাপ।
=> ভর
2.4 দ্রুতি না ভেক্টর রাশি?
=> স্কেলার রাশি
2.5 নিউটনের কোন্ সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
=> নিউটনের প্রথম গতিসূত্র থেকে বল সম্পর্কে ধারনা পাওয়া যায়। সেই ধারণা থেকেই বলের সংজ্ঞা দেওয়া যায়।
2.6 কোন্ ক্ষেত্রে গতিশীল বস্তুর দ্রুতি ও বেগ একই হয় ?
=> বস্তুটি যদি সরলরেখা বরাবর গতিশীল হয় তবে দ্রুতি ও বেগ একই হবে।
2.7 সরণ-এর সংজ্ঞা লেখো।
=> কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব যাকে তাকে সরণ বলে।
2.8 নিউটনের কোন্ গতিসূত্র থেকে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা হয়?
=> দ্বিতীয় গতিসূত্র থেকে।
3.বল ও গতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
3.1 রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো।
=> কোনো বস্তুসংস্থার উপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে বস্তুসংস্থার মোট রৈখিক ভরবেগ (মান ও অভিমুখ) অপরিবর্তিত থাকবে।
3.2 বেগ শূন্য অথচ ত্বরণ বর্তমান – এমন একটি ঘটনার উদাহরণ দাও ।
=> একটি বস্তুকে উপরে নিক্ষেপ করলে সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য হয়ে যায়। কিন্তু অভিকর্ষজ ত্বরণ নীচের দিকে ক্রিয়াশীল থাকে।
3.3 নিউটনের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো।
=> বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক অপ্রতিমিত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে
3.4 স্থির অবস্থা থেকে 2 ms-2 সমত্বরণে চলার 10s পরে একটি গতিশীল কণার বেগ কত হবে?
=> প্রাথমিক বেগ (u)= 0, ত্বরণ(a)= 2 ms-2, সময় (t)= 10s। অন্তিমবেগ (v)= u+at= (0+2.10) m/s= 20 m/s
3.4 ভরবেগ কাকে বলে? ভরবেগ স্কেলার না ভেক্টর রাশি? – ব্যাখ্যা দাও।
=> ভর ও বেগের সমন্বয়ে বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে।
ভরবেগ= ভর×বেগ। ভর স্কেলার রাশি হলেও বেগ ভেক্টর রাশি। তাই এদের গুণফল ভেক্টর রাশিই হবে। বেগের অভিমুখ ও ভরবেগের অভিমুখ একই দিকে হয়।
3.6 36 km/hr বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেকের সাহায্যে 5 s-এ থামানো হল। গাড়িটির মন্দন কত ?
=>প্রাথমিক বেগ (u)= 36km/hr = \frac{36 \times 1000}{3600}m/s = 10m/s, অন্তিম বেগ(v)=0, সময়(t) =5s ∴মন্দন(a)= \frac{u - v}{t} = \frac{10 - 0}{5}m/s2 = 2m/s2
3.7 একটি উড়োজাহাজের উত্তর দিকে 324 km যেতে 20 min সময় লাগল। উড়োজাহাজটির গতিবেগের মান ও দিক কী হবে?
=> বেগ= সরণ/সময়= 324/20 km/min= \frac{324 \times 1000}{20\times 60}m/s =270 m/s (উত্তর দিকে)
3.8 CGS ও SI-তেপদ্ধতিতে বলের একক কী কী ? এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।
=> CGS পদ্ধতিতে একক হল ডাইন (dyne) । SI- পদ্ধতিতে তে বলের একক হল নিউটন (N)। 1N = 1kg.1m/s2 = 1000g.100cm/s2=105 g.cm/s2=105 dyne
3.8 গাণিতিকভাবে প্রমাণ করো; s = ut + \frac{1}{2}at2। (চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে)
=> অন্তিম বেগ, v=u+at, গড় বেগ v1=\frac{u+v}{2}। অতিক্রান্ত দূরত্ব, s= v1t= \frac{u+v}{2}×t = \frac{u+u+at}{2}×t = \frac{2u+at}{2}×t = ut + \frac{1}{2}at2