CLASS-IX

তাপ- নবম শ্রেণি

SHARE

1. MCQ: তাপ- নবম শ্রেণি

1.1 কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ প্রদত্ত কোনটির ওপর নির্ভরশীল নয়?    a) বস্তুর ঘনত্ব    b) বস্তুর ভর     c) আপেক্ষিক তাপ     d) তাপমাত্রার পরিবর্তন।
সঠিক উত্তর- c) আপেক্ষিক তাপ

1.2 জলের আপেক্ষিক তাপের মান হল_____ J.kg-1.K-1  a) 4200     b) 420      c) 126     d)1260।
সঠিক উত্তর- a) 4200

1.3 বরফ যখন গলে তখন তার উষ্ণতা- a) কমে    b) বাড়ে      c) পরিবর্তিত হয়    d) একই থাকে।
সঠিক উত্তর- d) একই থাকে।

1.4 1 জুল = কত ক্যালোরি?   a) 4.2    b) 2.4     c) 0.42     d) 0.24
সঠিক উত্তর- a) 4.2

1.5 SI-তে J এর মান হল - a) 4.2×10⁷ J.cal-1  b) 4.2×10⁶ J.cal-1     c) 4.2 J.cal-1   d) কোনোটিই নয়
সঠিক উত্তর- 4.2 J.cal-1 

1.6 কোন সম্পর্কটি সঠিক? (চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে)।  a) J=WH    b) W=JH    c) J=H/W     d) H=J/W
সঠিক উত্তর- b) W=JH

1.7 কার্য ও তাপের মধ্যে সম্পর্কটি হল- a) W=H/J     b) W=JH     c) H=W    d) W∝H²
সঠিক উত্তর- b) W=JH

1.8 420 J আর্য তাপে পরিণত হলে উৎপন্ন তাপ হবে- a) 50 cal    b) 200 cal    c) 100 cal    d) 80 cal
সঠিক উত্তর- c) 100 cal
ব্যাখ্যা- H =W/J =(420/4.2) cal =100 cal

1.9 ঘরের উষ্ণতা সমান হলে আপেক্ষিক আর্দ্রতা হবে a) 100%    b) 0%     c) 50%      d) 70%
সঠিক উত্তর- 100%

1.10 বাষ্প তরলে ঘনীভূত হলে    a) তাপ শোষণ করে b) তাপ বর্জন করে      c)  উষ্ণতা কমে     d) উষ্ণতা বাড়ে
সঠিক উত্তর- b) তাপ বর্জন করে

1.11 0⁰C  থেকে 4⁰C তাপমাত্রার মধ্যে জলের আয়তন-  a) কমে      b) বাড়ে     c) একই থাকে      d)  নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
সঠিক উত্তর - a) কমে

1.12 জলের উষ্ণতা 4°C থেকে 0⁰C পর্যন্ত হ্রাস করলে    a) ঘনত্ব বৃদ্ধি পায়      b) ঘনত্ব হ্রাস পায়      c) আয়তন হ্রাস পায়       d) ঘনত্ব ও আয়তন উভয়‌ই হ্রাস পায়।
সঠিক উত্তর- a) ঘনত্ব বৃদ্ধি পায়

শীত প্রধান দেশে কোন জলাশয়ের উপর তলে বরফ জমে গেলে হ্রদের তলদেশে জলের তাপমাত্রা হয় a) 0⁰C   b) 4⁰C    c) 3⁰C    d) 2⁰C
সঠিক উত্তর- b) 4⁰C

4⁰C উষ্ণতায় জলের আপেক্ষিক ঘনত্ব- a) 1    b) 1000    c) 4200    d) 80
সঠিক উত্তর- a) 1

2. অতি সংক্ষিপ্ত প্রশ্ন: তাপ- নবম শ্রেণি

2.1 তাপ কী?
=> তাপ একপ্রকার শক্তি।

2.2 তাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?
=>  ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়।

2.3 তাপের SI ও CGS এককগুলি লেখো।
=> SI একক- joule ও CGS একক- calorie। 

2.4 তাপের মাত্রা লেখো।
=> [ML2T-2]

2.5 আপেক্ষিক তাপের SI একক লেখো?
=> J.kg-1.K-1

2.6 আপেক্ষিক তাপের CGS একক কী?
=> cal.g-1.⁰C-1

2.7 আপেক্ষিক তাপের মাত্রা লেখো।
=> [L2T-2θ-1]

2.8 জলের আপেক্ষিক তাপ কত? 
=> 1 cal.g-1.⁰C-1

2.9 SI-তে যান্ত্রিক তুল্যাঙ্ক-এর মান কত? 
=> 4.2 J/cal

 2.10 CGS এককে যান্ত্রিক তুল্যাঙ্ক-এর মান কত?
=> 4.2×10⁷ erg/cal

2.11 1 cal=কত আর্গ?
=> 1 cal =4.2 J =4.2×10⁷ erg

2.12 পদার্থের অবস্থান্তরের সময় কোন প্রকারের তাপের আদান-প্রদান ঘটে?
=> লীনতাপ

2.13 লীনতাপের SI একক কী?
=> J/kg

2.14 লীনতাপের CGS একক কী?
=> cal/g

2.15 লীনতাপের মাত্রা লেখো। 
=> [L2T-2]

2.16 0⁰C উষ্ণতায় 1g জল থেকে 80 cal তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে?
=> বরফ গলনের লীতাপ 80 cal/g। সেজন্য এই উষ্ণতায় 80 cal তাপ বের করে নিলে জল বরফে পরিণত হবে। তবে উষ্ণতা অপরিবর্তিত থাকবে।

2.17 বরফ গলনের লীনতাপ কত?
=> SI-তে 3.36×10⁵ J/kg অথবা CGS এককে 80 cal/g

2.18 SI-তে জলের বাষ্পীভবনের লীনতাপ কত? 
=> 537 cal/g

2.19 গ্রামাঞ্চলে না শহরে বেশি কুয়াশা দেখা যায়?
=> শহরাঞ্চলে। 

2.20 সম্পৃক্ত না অসম্পৃক্ত বাষ্প বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে?
=> অসম্পৃক্ত বাষ্প

2.21 আপেক্ষিক আর্দ্রতার একক কী?
=> এটি মাত্রাহীন রাশি।

2.22 কত উষ্ণতার মধ্যে জলের ব্যতিক্রান্ত প্রসারন দেখা যায়?
=> 0⁰C থেকে 4⁰C -এর মধ্যে।

2.23 তাপের সুপরিবাহী একটি তরলের নাম লেখো।
=> পারদ

3. সংক্ষিপ্ত প্রশ্ন: তাপ- নবম শ্রেণি

3.1 আপেক্ষিক তাপ কাকে বলে? এর  SI ও CGS এককগুলি লেখো।
=>  একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে যে পরিমাণ তাপ দিতে হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। SI-একক- J.kg-1.K-1 ও CGS একক- cal.g-1.⁰C-1

3.2 তাপগ্রাহিতা কাকে বলে? এর  SI ও CGS এককগুলি লেখো।
=> নির্দিষ্ট ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে ঐ বস্তুর তাপগ্রহিতা বলে। SI-একক- J.K-1 ও CGS একক- cal.⁰C-1

3.3 তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কী বোঝায়?
=> এর অর্থ হলো, 1 g বিশুদ্ধ তামার উষ্ণতা 1℃ বৃদ্ধিতে 0.09 cal তাপ দিতে হবে। 

3.4 ক্যালোরিমিতির মূলনীতিটি লেখো।
=> তাপ সর্বদা স্বতঃস্ফূর্তভাবে উষ্ণ বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুতে প্রবাহিত হয়। তাপ প্রবাহকালে যদি তাপের কোনো অপচয় না হয় তাহলে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ ও শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ সমান হয়। তাপের প্রবাহ ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বস্তুদ্বয়ের উষ্ণতা সমান হয়।

3.5 তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখো।
=> কার্যকে সম্পূর্ণভাবে তাতে রূপান্তরিত করলে কৃতকার্য ও রূপান্তরিত তাপ পরস্পরের সমানুপাতি হয়।
W পরিমাণ কার্যকে H পরিমাণ তাপে রূপান্তরিত করলে,
W∝H   or, W=JH । J হলো যান্ত্রিক তু্ল্যাঙ্ক।

3.6 1 ক্যালোরি ও 1 জুলের মধ্যে কোনটি বেশি?
=> আমরা জানি, 1 cal =4.2 J। তাই 1 ক্যালোরি-এর মান 1 জুলের থেকে বেশি।

3.7 লীনতাপ কাকে বলে? এর  SI ও CGS এককগুলি লেখো।
=> অবস্থার পরিবর্তনের সময় একক ভরের কোনো বস্তুতে যে পরিমাণ তাপ দিলে বা ওই বস্তু দ্বারা যে পরিমাণ তাপ বর্জিত হলে বস্তুটির অবস্থার পরিবর্তন ঘটে; কিন্তু উষ্ণতা অপরিবর্তিত থাকে; তাকে বস্তুটির ওই অবস্থার পরিবর্তনের লীনতাপ বলে।
SI একক-J.kg-1 ও CGS একক- cal.g-1

3.8 100⁰C-এর জল অপেক্ষা 100⁰C-এর স্টিম বেশি গরম মনে হয় কেন?
=> প্রতি এক গ্রাম 100⁰C  উষ্ণতার স্টিম বা বাষ্পে; 100⁰C-এর জল অপেক্ষা অতিরিক্ত 537 ক্যালোরি তাপ উপস্থিত থাকে। স্টিমকে স্পর্শ করলে সেই অতিরিক্ত তাপ দেহে প্রবেশ করে। এই জন্য স্টিমকে বেশি গরম মনে হয়।

3.9 বাষ্প চাপ কাকে বলে? 
=> তরল থেকে নির্গত বাষ্প গ্যাসের মত পাত্রের গায়ে যে চাপ প্রয়োগ করে তাকে বাষ্প চাপ বলে। 

3.10 সম্পৃক্ত বাষ্প চাপ কাকে বলে?
=> নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বদ্ধ পাত্রে তার সর্বোচ্চ ধারণ ক্ষমতার বাষ্প যদি উপস্থিত থাকে; সেই অবস্থায় যে পরিমাণ চাপ পাত্রের দেওয়ালে প্রযুক্ত হয় তাকে সম্পৃক্ত বাষ্প চাপ বলে।

3.11 অসম্পৃক্ত বাষ্প চাপ কাকে বলে?
=>  নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ পাত্রে সর্বোচ্চ ধারণ ক্ষমতার কম বাষ্প উপস্থিত থাকলে ওই বাষ্প যে চাপ দেয় তাকে অসম্পৃক্ত বাষ্প চাপ বলে।

3.12 পরম আর্দ্রতা কাকে বলে? 
=> প্রতি ঘন মিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তাকে পরম আর্দ্রতা বলে। 

3.13 আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?
=> কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই তাপমাত্রায় ওই আয়তনের সম্পৃক্ত বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এই দুইয়ের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে।
অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা=\frac{একটি\; নির্দিষ্ট\; তাপমাত্রায়\; একটি\; নির্দিষ্ট\; আয়তনের\; বায়ুতে\; উপস্থিত\; জলীয়\; বাষ্পের\; ভর}{ওই\; তাপমাত্রায়\; ওই\; আয়তনের\; সম্পৃক্ত\; বায়ুতে\; উপস্থিত\; জলীয়\; বাষ্পের\; ভর}

3.14 শিশির কীভাবে তৈরি হয়?
=> সাধারণ তাপমাত্রায় বায়ুতে নির্দিষ্ট আয়তনে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার দ্বারা বায়ু সম্পৃক্ত হয় না। তবে উষ্ণতা হ্রাস পেলে বায়ুর আয়তন কমতে থাকে এবং ওই আয়তনে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে।  এইভাবে উষ্ণতা কমতে কমতে একসময় বায়ু সম্পৃক্ত হয় এবং জলীয় বাষ্প জলবিন্দু আকারে জমতে শুরু করে। একে শিশির বলে।

3.15 শিশিরাঙ্ক কাকে বলে?
=> যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। 

3.16 বদ্ধ ঘরে জল ছিটানো হলে শিশিরাঙ্ক এর মানের কী পরিবর্তন হবে?
=> বদ্ধ ঘরে জল ছিটালে বাষ্পীভবনের জন্য জলীয় বাষ্প ওই ঘরে জমা হতে শুরু করবে। এখন জলীয় বাষ্প যত বৃদ্ধি পাবে বায়ু তত তাড়াতাড়ি সম্পৃক্ত হবে। অর্থাৎ শিশিরাঙ্ক কমে যাবে। 

3.17 কুয়াশা কীভাবে সৃষ্টি হয়?
=> শীতকালে যখন উষ্ণতা কমে যায় তখন বায়ুতে অবস্থিত জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে ছোট ছোট জলবিন্দু সৃষ্টি করে। এই জল বিন্দু বায়ুতে উপস্থিত ধূলিকণার সঙ্গে যুক্ত হয়ে ভাসতে থাকে।  একে কুয়াশা বলে।

3.18 ধোঁয়াশা কাকে বলে?
=> বড় শহরে বা শিল্পাঞ্চলে  ধোঁয়া ও কুয়াশা মিলিত হয়ে যে ঘন আবরণ সৃষ্টি করে তাকে ধোঁয়াশা বলে। আবার যদি বায়ুপ্রবাহ না থাকে তাহলে কুয়াশা আরো বেশি গাঢ় হয়। তখন একে কুহেলিকা বলে ।

3.18 জলের ব্যতিক্রান্ত প্রসারণের ক্ষেত্রে ঘনত্ব-উষ্ণতা লেখচিত্রটি অঙ্কন করো।
=> জলের ব্যতিক্রান্ত প্রসারণের লেখচিত্র। তাপ- নবম শ্রেণি

3.19 জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে? জলজ প্রাণীর উপর ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব উল্লেখ করো।
=> 0⁰C থেকে 4⁰C উষ্ণতার মধ্যে জলের উষ্ণতা বৃদ্ধিতে এর আয়তন হ্রাস পায়। কিন্তু বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায়। জলের এই ধরনের বিপরীত প্রসারণকে ব্যতিক্রান্ত প্রসারণ বলে।
   এর ফলে জল যখন 0⁰C উষ্ণতায় বরফে পরিণত হয় তখন বরফের আয়তন বেশি থাকার জন্য এটি জলে ভাসে। ফলে জলজ প্রাণীরা বরফের নীচে অবস্থিত জেলা বেঁচে থাকতে পারে।

4. গাণিতিক প্রশ্ন: তাপ- নবম শ্রেণি

4.1 CGS পদ্ধতিতে তামার আপেক্ষিক তাপ 0.09 হলে, SI -তে তামার আপেক্ষিক তাপ কত হবে?
=> তামার আপেক্ষিক তাপ=0.09 cal.g-1.⁰C-1= \frac{0.09\;cal}{1\;g\times1{}^{0}C}=\frac{0.09\times4.2}{10^{-3}\times 1\;kelvin} =378 J.kg^{-1}.kelvin^{-1}

4.2 0℃ উষ্ণতায় 1 g বরফ 30 cal তাপ বর্জন করল। চূড়ান্ত উষ্ণতা কত হবে? (বরফের আপেক্ষিক তাপ 0.5 cal.g-1.⁰C-1)
=> ভর (m)= 1 g, আপেক্ষিক তাপ (s)=0.5 cal.g-1.⁰C-1, বর্জিত তাপ (Q) =30 cal, প্রাথমিক তাপ (t1)=0℃
ধরি, চূড়ান্ত তাপ= t2
আমরা জানি, m.s.(t1-t2)=Q
or, 1×0.5×(0-t2)=30
or,-0.5 t2=30
or, t2=-\frac{30}{0.5}
∴t2=-60℃

4.3 250 g রুপোর তাপমাত্রা 100⁰C থেকে 20⁰C করতে হলে কত জুল তাপ নিষ্কাশনের প্রয়োজন হবে? (রুপার আপেক্ষিক তাপ 210 J.kg-1.K-1)
=> রুপার ভর (m)= 250g=0.25kg, উষ্ণতা হ্রাস (Δt) =(100-20)⁰C = 80⁰C
প্রয়োজনীয় নিষ্কাশিত তাপ (H) =msΔt =0.25×210×80 J = 420 J।

4.4 20 ক্যালোরি তাপশক্তি পাওয়ার জন্য কী পরিমাণ কার্য করা প্রয়োজন?
=> কার্য= JH=4.2×20 joule =84 joule

4.5 বরফ গলনের লীনতাপ 80 cal/g হলে SI-তে এর মান কত হবে তা নির্ণয় কর।
=>80 cal/g =\frac{80\times4.2\;J}{10^{-3}kg} =336000 J/kg

4.6 50 g জলের উষ্ণতা 25°C থেকে স্ফুটনাঙ্কে আনতে কত পরিমাণ তাপের প্রয়োজন?
=> জলের স্ফুটনাঙ্ক 100⁰C। উষ্ণতা বৃদ্ধি (Δt) =(100-25)⁰C = 75⁰C।
জলের আপেক্ষিক তাপ (s) =1 cal.g-1.⁰C-1, জলের ভর (m) =50 g
স্ফুটনাঙ্কে আনতে প্রয়োজনীয় তাপ (H) =msΔt =50×1×75 cal =3750 cal।

4.7 20 g জল 30⁰C উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে?
=> জলের স্ফুটনাঙ্ক=100 ⁰C, উষ্ণতার পরিবর্তন=Δt=(100-30)0C=70⁰C, জলের আপেক্ষিক তাপ =s=1 cal.g-1.⁰C-1
 100⁰C উষ্ণতার জলে পৌঁছাতে প্রয়োজনীয় তাপ H=msΔt=20×1×70 cal =1400 cal। 

4.8 40 Cal তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কার্য করতে হবে?
=> কার্য W=JH=4.2×40 joule=168 joule 

4.9 420 J কার্য কত পরিমান তাপে রূপান্তরিত হতে পারে?
=> তাপ H=\frac{W}{J}=\frac{420}{4.2}=100 cal

4.10 0⁰C উষ্ণতার 20 g জলে 10⁰C উষ্ণতার 40g জল মেশানো হলে, চূড়ান্ত তাপমাত্রা কত হবে তা নির্ণয় কর।
=> ধরি, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা t⁰C।
জলের আপেক্ষিক তাপ (s)=1 cal.g-1.⁰C-1
ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী,
20 g শীতল জল দ্বারা গৃহীত তাপ=40 g উষ্ণতা জল দ্বারা বর্জিত তাপ
20×1×(t-0)=40×1×(10-t)
or, t=20-2t
or, 3t=20
or, t=6.67⁰C (প্রায়)

4.11 100⁰C উষ্ণতার 40g লোহাকে 21⁰C উষ্ণতার 100g জলে ফেলা হল। লোহা এবং জলের আপেক্ষিক তাপ যথাক্রমে 560 J.kg-1.K-1 এবং 4200 J.kg-1.K-1 হলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে?
=> ধরি, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা t⁰C।
লোহার আপেক্ষিক তাপ (s1)=560 J.kg-1.K-1
জলের আপেক্ষিক তাপ (s2)=4200 J.kg-1.K-1
লোহার ভর (m1)=40 g, জলের ভর (m2)=100 g
ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী,
লোহা দ্বারা বর্জিত তাপ=জল দ্বারা গৃহীত তাপ
m1×s1×(100-t)=m2×s2×(t-21)
or, 40×560×(100-t)=100×4200×(t-21)
or, 400-4t=75t-75×21
or, 400+1575=75t+4t
or, 79t=1975
or, t=\frac{1975}{79}
∴t=25⁰C 

4.12 100℃ উষ্ণতার 40 g লোহাকে 21℃ উষ্ণতার 100 g জলে ডুবিয়ে রাখায় মিশ্রণের অন্তিম উষ্ণতা 25℃ হয়। লোহার আপেক্ষিক তাপ কত ?
=> ধরি, লোহার আপেক্ষিক তাপ=s
40 g লোহা দ্বারা বর্জিত তাপ= 40×s×(100-25)=40×75×s
100 g জল দ্বারা গৃহীত তাপ=100×1×(25-21) cal= 100×4 cal=400 cal
ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী,
40×75×s=400
or, s=\frac{400}{40\times 75}
or, s=0.133 cal.g-1.⁰C-1

SHARE

Related Posts

বল ও গতি -Physical Science-Class 9

বল ও গতি -Physical Science-Class 9

1.1 একটি বাস ও একটি বাইক একই গতিবেগে চলছে। যে বস্তুটিকে থামানোর জন্য বেশি বল লাগবে তা হল A) বাস,       B) বাইক,      C) উভয়ক্ষেত্রেই…

পরিমাপ-class 9 physical science

পরিমাপ-class 9 physical science

 1.1 একটি কোশের ব্যাস 20 মাইক্রন। অ্যাংস্ট্রম এককে কোশটির ব্যাস হবে – (a) 2 x 10-2 Å. (b) 2 x 105 Å, (c) 2 x 104 Å. (d)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!