CLASS-XII

তড়িৎদ্বিমেরুর জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য

SHARE

 1. তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র নির্ণয়-

তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র নির্ণয়

ধরি, কোনো তড়িৎ দ্বিমেরু ধনাত্মক ও ঋণাত্মক আধানের মান যথাক্রমে +q ও -q। এদের মধ্যে দূরত্ব 2\vec{l} হলে তড়িৎ দ্বিমেরু p=2l\times q=2ql। তড়িৎদ্বিমেরুর মধ্যবিন্দু O থেকে অক্ষ বরাবর r দূরত্বে P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য (E) নির্ণয় করতে হবে।

+q আধানের জন্য P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য, E_1=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r-l\right)^2}  (\overrightarrow{OP} বরাবর)
-q আধানের জন্য P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য, E_2=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r+l\right)^2}  (\overrightarrow{PO} বরাবর)
+q আধান; -q আধানের তুলনায় P বিন্দুর কাছে অবস্থান করায় E_1>E_2 হবে।

P বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য E=E_1-E_2    (\overrightarrow{OP} বরাবর)

= \frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r-l\right)^2}-\frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r+l\right)^2}
 = \frac{q}{4\pi\varepsilon_0}(\frac{1}{\left(r-l\right)^2}-\frac{1}{\left(r+l\right)^2})
= \frac{q}{4\pi\varepsilon_0}[\frac{\left(r+l\right)^2-\left(r-l\right)^2}{\left(r-l\right)^2\left(r+l\right)^2}]
= \frac{q}{4\pi\varepsilon_0}\frac{4rl}{\left(r^2-l^2\right)^2}

∴ E=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{2pr}{\left(r^2-l^2\right)^2}               [∵p=2ql] 

r>>l হলে \left(r^2-l^2\right)^2\approx r^4

E=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{2pr}{r^4}
\;\;\;\;\;=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{2p}{r^3}

2. তড়িৎ দ্বিমেরুর লম্বসমদ্বিখন্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র নির্ণয়

তড়িৎ দ্বিমেরুর লম্বসমদ্বিখন্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র নির্ণয়

ধরি, কোনো তড়িৎ দ্বিমেরু ধনাত্মক ও ঋণাত্মক আধানের মান যথাক্রমে +q ও -q। এদের মধ্যে দূরত্ব 2\vec{l} হলে তড়িৎ দ্বিমেরু p=2l\times q=2ql। তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু O থেকে লম্ব অক্ষ বরাবর r দূরত্বে P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য (E) নির্ণয় করতে হবে।

+q আধানের জন্য P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য, E_1=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r^2+l^2\right)}  (\overrightarrow{BP} বরাবর)
-q আধানের জন্য P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য, E_2=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r^2+l^2\right)}  (\overrightarrow{PA} বরাবর)

এখন, E_1=E_2=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r^2+l^2\right)}=k (ধরি) এবং এদের মধ্যবর্তী কোণ 2θ।

এদের লব্ধি, E=\sqrt{E_1^2+E_2^2+2.E_1.E_2.cos2\theta}
=\sqrt{k^2+k^2+2.k.k.cos2\theta}
=k\sqrt{2\left(1+cos2\theta\right)}
=k\sqrt{2.2cos^2\theta}
=2kcos\theta=2. \frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r^2+l^2\right)}.\frac{l}{\sqrt{r^2+l^2}}
=\frac{1}{4\pi\varepsilon_0}.\frac{2ql}{\left(r^2+l^2\right)^{3/2}}
=\frac{1}{4\pi\varepsilon_0}.\frac{p}{\left(r^2+l^2\right)^{3/2}}

E=\frac{1}{4\pi\varepsilon_0}.\frac{p}{\left(r^2+l^2\right)^{3/2}}

E_1 ও E-এর মধ্যবর্তী কোণ \phi  হলে, tan\phi=\frac{E_2sin2\theta}{E_1+E_2cos2\theta}

or, tan\phi=\frac{ksin2\theta}{k+kcos2\theta}
=\frac{sin2\theta}{1+cos2\theta}
=\frac{2sin\theta.cos\theta}{2cos^2\theta}=tanθ

\therefore\phi=\theta

লব্ধি তড়িৎক্ষেত্র প্রাবল্য E তড়িৎ দ্বিমেরুর অক্ষের সমান্তরালে \overrightarrow{BA} বরাবর ক্রিয়া করবে।

r>>l হলে \left(r^2+l^2\right)^{3/2}\approx r^3

\therefore E=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{p}{r^3}

 

3. তড়িৎ দ্বিমেরুর জন্য যেকোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয়

তড়িৎ দ্বিমেরুর জন্য যেকোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয়

তড়িৎদ্বিমেরুর মধ্যবিন্দু O-কে মূলবিন্দু ভেবে P(r,θ) বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে।

OP বরাবর p তড়িৎদ্বিমেরুর উপাংশ p\cos{\theta}

OP-এর লম্ব বরাবর p তড়িৎ দ্বিমেরুর উপাংশ psin{\theta}

p\cos{\theta}-এর জন্য P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য
 E_1=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{2pcos{\theta}}{r^3}

p\sin{\theta}-এর জন্য P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য
E_2=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{psin{\theta}}{r^3}

কিন্তু E_1\bot E_2

সুতরাং এদের লব্ধি, E=\sqrt{E_1^2+E_2^2}

=\sqrt{\left(\frac{1}{4\pi\varepsilon_0}\frac{2pcos{\theta}}{r^3}\right)^2+\left(\frac{1}{4\pi\varepsilon_0}\frac{psin{\theta}}{r^3}\right)^2}
=\frac{p}{4\pi\varepsilon_0r^3}\sqrt{\left(2cos\theta\right)^2+\left(sin\theta\right)^2}
=\frac{p}{4\pi\varepsilon_0r^3}\sqrt{4cos^2\theta+sin^2\theta}

E=\frac{p}{4\pi\varepsilon_0 r^3}\sqrt{3cos^2{\theta}+1}

 

অন্যান্য লিংক

তড়িৎ বলরেখান সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

CLASS XII PHYSCIS

SHARE

Related Posts

তড়িৎ বলরেখা (Electric Filed Line)

তড়িৎ বলরেখা (Electric Filed Line)

তড়িৎ বলরেখা কাকে বলে? তড়িৎক্ষেত্রে প্রতিটি বলরেখা হল এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে মুক্ত ধনাত্মক আধানের ওপর ক্রিয়াশীল বলের, অর্থাৎ তড়িৎক্ষেত্রের অভিমুখ নির্দেশ…

তড়িৎচুম্বক অধ্যায়:প্রশ্নোত্তর-250603

তড়িৎচুম্বক অধ্যায়:প্রশ্নোত্তর দুটি প্রোটন x অক্ষের সমান্তরালে পরস্পরের বিপরীতে v বেগে (<< c, শূন্যমাধ্যমে আলোর বেগ) চলছে। যে-কোনো একটি সময়ে চৌম্বক বল ও তড়িৎ বলের অনুপাত হবে- A)…

তুল্য রোধ নির্ণয় কর

প্রদত্ত বর্তনির তুল্য রোধ নির্ণয় কর।

প্রদত্ত বর্তনির তুল্য রোধ নির্ণয় কর। উত্তর- দাগের দুই পাশের অংশ বস্তু প্রতিবিম্বের ন্যায়। তাই BC ও CD একই প্রবাহ যাবে। অর্থাৎ AE এর সঙ্গে C যুক্ত না…

স্থির তড়িৎক্ষেত্র Class 12 Notes

স্থির তড়িৎক্ষেত্র Class 12 Notes

স্থির তড়িৎক্ষেত্র -Class 12-Notes-WBCHSE স্থির তড়িৎক্ষেত্র-এর সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করুন সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখানে ক্লিক…

যোগাযোগ ব্যবস্থা Class 12 Notes

যোগাযোগ ব্যবস্থা Class 12 Notes

যোগাযোগ ব্যবস্থা Class 12 Notes   যোগাযোগ ব্যবস্থা Class 12 Notes এখানে ক্লিক করুন সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখানে…

লেন্স নির্মাতার সূত্রটি প্রতিষ্ঠা করো। গোলীয় তলে আলোর প্রতিসরণ

গোলীয় তলে আলোর প্রতিসরণ- প্রশ্নোত্তর ও গাণিতিক সমাধান-Class 12 WBCHSE

2.1 লেন্সের আলোককেন্দ্রের সংজ্ঞা দাও। => লেন্সে আপতিত ও প্রতিসরণের পর নির্গত রশ্মিদ্বয় হয় পরস্পরের সমান্তরাল হয় তাহলে ওই রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে ওই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!