CLASS-XI

স্থিতি বিজ্ঞান-একাদশ শ্রেণি

SHARE

2.স্থিতি বিজ্ঞান- অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

3. স্থিতি বিজ্ঞান-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

স্থিতি বিজ্ঞান

3.1 4 m দীর্ঘ একটি হালকা তক্তার ওপর 60 kg ভরের একটি বোঝা চাপিয়ে দুজন লোক তক্তাটির দু-প্রান্ত ধরে বহন করছে।  অপেক্ষাকৃত দুর্বল লোক্টি 15 kg এর বেশি মাল তুলতে পারে না। তার প্রান্ত থেকে কমপক্ষে কত দূরে বোঝাটি রাখতে হবে?
=> ধরি A প্রান্তে দুর্বল লোক আছে এবং লোকটির থেকে x দূরত্বে B বিন্দুতে বোঝাটি আছে।
C বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি শূন্য
\therefore\ -15\times AC+60\times BC=0
or,\ -15\times4+60\times(4-x)=0
or, -60+60\times(4-x)=0
or, -1+4-x=0
or, x=3    Ans
3.2 একটি সুষম দন্ডের ভর 60 kg এবং দৈর্ঘ্য 6 m । একে একটি মসৃণ খাড়া দেয়ালে ঠেকিয়ে অনুভূমিক মেঝের ওপর দাঁড় করানো হয়। দন্ডটির নিম্ন প্রান্ত দেয়াল থেকে কত দূরে থাকেলে সেটি পিছলে পড়ার উপক্রম হবে? দন্ড ও মেঝের ঘর্ষণ গুণাঙ্ক 0.3।
=> দন্ডের ওজন (W) = 60 kg-wt= লম্ব প্রতিক্রিয়া বল ( R ), দন্ডের দৈর্ঘ্য (AB)= 6 m
ঘর্ষণ বল F_s= \mu R= 0.3\times60kg-wt= 18 kg-wt
EC= \frac{AC}{2}=\frac{ABcos\theta}{2}= \frac{6cos\theta}{2}= 3cos\theta
BC = ABsin\theta= 6sin\theta
পিছলে পড়ার জন্য কোনো ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে না। সেজন্য C বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি শূন্য।
\therefore F_s\times CB-W\times CE=0
or, 18\times6sin\theta-60\times3sin\theta=0
or, \frac{sin\theta}{cos\theta}=\frac{60\times3}{18\times6}=\frac{5}{3}
or, tan\theta=\frac{5}{3}
or, \theta=\tan^{-1}{\frac{5}{3}}={59}^0
দন্ডটির নিম্ন প্রান্ত দেয়াল থেকে দূরত্ব= AC= 6cos{59}^0=3.09 m (প্রায়)

3.3 m_1 এবং m_2 ভরের (m_1 > m_2) দুটি বস্তুকে একটি হালকা অপ্রসার্য সুতো দিয়ে বেঁধে একটি ঘর্ষণহীন কপিকলের দু-পাশে ঝুলিয়ে দেওয়া হল। বস্তু দুটিকে বাধামুক্ত অবস্থায় ছেড়ে দিলে ওদের ভরকেন্দ্রের ত্বরণ কত হবে?
=> ধরি কপিকল থেকে m_1 এবং m_2 ভরের দূরত্ব যথাক্রমে x_1x_1
তাহলে কপিকল থেকে ভরকেন্দ্রের দূরত্ব হবে x = \frac{{m}_{1}{x}_{1} + {m}_{2}{x}_{2}}{{m}_{1} + {m}_{2}}
∴ ভরকেন্দ্রে বেগ, v = \frac{{m}_{1}\frac{d}{dt}({x}_{1}) + {m}_{2}\frac{d}{dt}({x}_{2})}{{m}_{1} + {m}_{2}} =\frac{{m}_{1}{v}_{1} + {m}_{2}{v}_{2}}{{m}_{1} + {m}_{2}}
এবং ভরকেন্দ্রের ত্বরণ, a=\frac{{m}_{1}\frac{d}{dt}({v}_{1}) + {m}_{2}\frac{d}{dt}({v}_{2})}{{m}_{1} + {m}_{2}}=\frac{{m}_{1}{a}_{1} + {m}_{2}{a}_{2}}{{m}_{1} + {m}_{2}}
কিন্তু m_1 ভরের ভারী বস্তুটি যে ত্বরণে নীচে নামবে m_2 ভরের হালকা বস্তুটি একই ত্বরণে উপরে উঠবে।
a_1=-a_2 তাহলে, a=\frac{{m}_{1}- {m}_{2}}{{m}_{1} + {m}_{2}}a_1.......{\large\textcircled{i}}
সুতার টান T হলে;
m_1 ভরের বস্তুর জন্য m_1a_1=m_1g-T or, T=m_1g-m_1a_1......{\large\textcircled{ii}}
m_2 ভরের বস্তুর জন্য m_2a_1=T-m_2g  or, T=m_2a_1+m_2g.....{\large\textcircled{iii}}
T এর মান তুলনা করে পাই
m_1g-m_1a_1=m_2a_1+m_2g
or, m_1g-m_2g=m_1a_1+m_2a_1
or, a_1=\frac{{m}_{1}- {m}_{2}}{{m}_{1} + {m}_{2}}g
{\large\textcircled{i}} নং সমীকরণে a_1 এর মান বসিয়ে পাই
a={(\frac{{m}_{1}- {m}_{2}}{{m}_{1} + {m}_{2}})}^{2}g

3.4 একটি নৌকার ভর M ও দৈর্ঘ্য L। নৌকাটি স্থির জলে ভাসছে। m ভরের এক ব্যক্তি নৌকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে গেল। নৌকার সরণ কত?
=> ধরি, ব্যক্তির অবস্থান x=0। 
নৌকা ও ব্যক্তির ভরকেন্দ্র= \frac{M\times\frac{L}{2}+m\times0}{M+m}=\frac{ML}{2\left(M+m\right)}
ব্যক্তি নৌকার ওপর হেঁটে গেলে যদি নৌকা x1 পরিমাণ সরে তাহলে জলের সাপেক্ষে ব্যক্তির অবস্থান হবে L-x1
এখন ভরকেন্দ্র x_{cm}=\frac{Mx_1+m(L-x_1)}{M+m}
বাহ্যিক কোনো বল প্রয়োগ না হওয়ায় ভরকেন্দ্রের অবস্থান একই থাকবে।
\frac{Mx_1+m(L-x_1)}{M+m}=\frac{ML}{2(M+m)}
or, Mx_1+mL-mx_1=\frac{ML}{2}
or, (M-m)x_1=\frac{ML}{2}-mL
or, x_1=\frac{M-2m}{2(M-m)}L

SHARE

Related Posts

তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)

তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)

তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)- কোনো রাশির সাংখ্যমান যতগুলি অঙ্ক দ্বারা গঠিত সেগুলির শেষ সংখ্যাটি ছাড়া বাকি সংখ্যাগুলি যদি অপরিবর্তিত থাকে তবে ওই রাশির অঙ্কসংখ্যাকে তার তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা বলে।…

L দৈর্ঘ্যের ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক

L দৈর্ঘ্যের কোনো দন্ডের জড়তা ভ্রামক নির্ণয়

ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক দন্ডের ভর M, দৈর্ঘ্য L। একক দৈর্ঘ্যের ভর দন্ডের মধ্যবিন্দু থেকে x দূরত্বে ক্ষুদ্র দৈর্ঘ্য এর ভর । ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে…

ভৌতরাশি ও তার পরিমাপ

ভৌতরাশি ও তার পরিমাপ পরিমাপে বিভিন্ন ধরনের ত্রুটি তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)

পরিমাপে বিভিন্ন ধরনের ত্রুটি

পরিমাপে বিভিন্ন ধরনের ত্রুটি (Errors in Measurements)

পরিমাপে বিভিন্ন ধরনের ত্রুটি শৃঙ্খলাবদ্ধ ত্রুটি (Systematic error), অনিয়মিত ত্রুটি (Random error)। শৃঙ্খলাবদ্ধ ত্রুটি- পরিমাপ করতে গিয়ে এমন কিছু ঘটে গেল যার জন্য প্রকৃত মান থেকে পৃথক মান…

স্কেলার ও ভেক্টর Class XI Notes- Semester I

স্কেলার ও ভেক্টর Class XI Notes- Semester I

      স্কেলার ও ভেক্টর-এর সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখানে ক্লিক…

একমাত্রিক গতি

XI- PHYSICS NOTES-এক মাত্রিক গতি

      এক মাত্রিক গতি-এর সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখানে ক্লিক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!