CLASS-XI

Class 11- ডপলার ক্রিয়া

SHARE

তরঙ্গ-উৎস ও পর্যবেক্ষকের মধ্যে আপেক্ষিক বেগ থাকে তখন পর্যবেক্ষক প্রকৃত কম্পাঙ্কের চেয়ে ভিন্ন কম্পাঙ্ক অনুভব করে। এই ঘটনাটি হল ডপলার ক্রিয়া (doppler effect)।

যখন পর্যবেক্ষক গতিশীল উৎস স্থির- ধরি, তরঙ্গের বেগ V, তরঙ্গদৈর্ঘ্য λ , কম্পাঙ্ক n। তাহলে বলা যায় V দৈর্ঘ্যের মধ্যে λ দৈর্ঘ্য বিশিষ্ট n টি পূর্ণ তরঙ্গ রয়েছে। স্থির অবস্থায় পর্যবেক্ষক একক সময়ে n টি পূর্ণ তরঙ্গ অনুভব করবে। গণনার সুবিধার্থে, ধরি, পর্যবেক্ষক V দূরত্বে আছে এবং পর্যবেক্ষক (observer) Vo বেগে উৎসের দিকে গতিশীল।

ডপলার ক্রিয়া-যখন পর্যবেক্ষক গতিশীল উৎস স্থির

এবার দেখি V0 দৈর্ঘ্যে কতগুলি পূর্ণ তরঙ্গ রয়েছে

∵ V দৈর্ঘ্যে রয়েছে n টি পূর্ণ তরঙ্গ
1 দৈর্ঘ্যে রয়েছে   \frac{n}{V} টি পূর্ণ তরঙ্গ
Vo দৈর্ঘ্যে রয়েছে   \frac{n}{V}V_o টি পূর্ণ তরঙ্গ

পর্যবেক্ষক Vo বেগে উৎসের দিকে গতিশীল হওয়ায় একক সময়ে আরও অতিরিক্ত \frac{n}{V}V_o টি পূর্ণ তরঙ্গ অনুভব করবে। 

∴  একক সময়ে মোট তরঙ্গসংখ্যা যা পর্যবেক্ষককে অতিক্রম করবে
বা, আপাত কম্পাঙ্ক n' = n+\frac{n}{V}V_o= n(1+\frac{V_0}{V})=n(\frac{V+V_0}{V})

যদি পর্যবেক্ষক উৎসের বিপরীত দিকে গতিশীল হতো তাহলে n'=n(\frac{V-V_0}{V})

যখন পর্যবেক্ষক স্থির উৎস গতিশীল- এক্ষেত্রে আগের মতই পর্যবেক্ষক একক সময়ে n টি পূর্ণ তরঙ্গ অনুভব করবে। ধরি, পর্যবেক্ষক V দূরত্বে আছে এবং উৎস (source) Vs বেগে পর্যবেক্ষকের দিকে গতিশীল।
তাহলে, একক সময় পরে পর্যবেক্ষক ও তরঙ্গ-উৎসের মধ্যে আপাত দূরত্ব হবে V-Vs
এখন ওই n টি পূর্ণ তরঙ্গ V দূরত্বের ভিতরে না থেকে V-Vs দূরত্বের মধ্যে থাকবে।

ডপলার ক্রিয়া- যখন পর্যবেক্ষক স্থির উৎস গতিশীল

∴ আপাত তরঙ্গদৈর্ঘ্য হবে λ'=\frac{V-V_s\ }{n} = \frac{V-V_s}{\frac{V}{\lambda}}   [∵V=nλ]
=\frac{V-V_s}{V}
আপাত কম্পাঙ্ক n'=\frac{V}{\lambda'} =\frac{V}{\frac{V-V_s\ }{n}}=\frac{nV}{V-V_s}
তরঙ্গউৎস যদি পর্যবেক্ষকের বিপরীতে গতিশীল হয় তাহলে n'=\frac{nV}{V+V_s}

উৎস ও পর্যবেক্ষক উভয়েই যদি গতিশীল থাকে তাহলে n=n\frac{V\pm V_0}{V\pm V_s}

SHARE

Related Posts

তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)

তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)

তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)- কোনো রাশির সাংখ্যমান যতগুলি অঙ্ক দ্বারা গঠিত সেগুলির শেষ সংখ্যাটি ছাড়া বাকি সংখ্যাগুলি যদি অপরিবর্তিত থাকে তবে ওই রাশির অঙ্কসংখ্যাকে তার তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা বলে।…

L দৈর্ঘ্যের ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক

L দৈর্ঘ্যের কোনো দন্ডের জড়তা ভ্রামক নির্ণয়

ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক দন্ডের ভর M, দৈর্ঘ্য L। একক দৈর্ঘ্যের ভর দন্ডের মধ্যবিন্দু থেকে x দূরত্বে ক্ষুদ্র দৈর্ঘ্য এর ভর । ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে…

ভৌতরাশি ও তার পরিমাপ

ভৌতরাশি ও তার পরিমাপ পরিমাপে বিভিন্ন ধরনের ত্রুটি তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)

পরিমাপে বিভিন্ন ধরনের ত্রুটি

পরিমাপে বিভিন্ন ধরনের ত্রুটি (Errors in Measurements)

পরিমাপে বিভিন্ন ধরনের ত্রুটি শৃঙ্খলাবদ্ধ ত্রুটি (Systematic error), অনিয়মিত ত্রুটি (Random error)। শৃঙ্খলাবদ্ধ ত্রুটি- পরিমাপ করতে গিয়ে এমন কিছু ঘটে গেল যার জন্য প্রকৃত মান থেকে পৃথক মান…

স্কেলার ও ভেক্টর Class XI Notes- Semester I

স্কেলার ও ভেক্টর Class XI Notes- Semester I

      স্কেলার ও ভেক্টর-এর সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখানে ক্লিক…

একমাত্রিক গতি

XI- PHYSICS NOTES-এক মাত্রিক গতি

      এক মাত্রিক গতি-এর সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখানে ক্লিক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!