এখানে যে বিষয়গুলি আছে
Toggleচন্দ্রযান ৩ এর সংক্ষিপ্ত বিবরণ।
উৎক্ষেপণ হয়- 14ই জুলাই, 2023
পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে - 14ই জুলাই থেকে 1লা আগস্ট, 2023
পৃথিবীর কক্ষ ছেঁড়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় - 1লা আগস্ট, 2023
চাঁদের কক্ষে পৌছায়- 6ই আগস্ট, 2023
চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে- 23 শে আগস্ট, 2023
পে লোডে আছে- ল্যান্ডার ও রোভার
ল্যান্ডারের ভর- 1724 kg
ল্যান্ডারের ক্ষমতা- 738 W
রোভারের ভর- 26 kg
রোভারের ক্ষমতা- 50 W
প্রোজেক্ট ডিরেক্টর- P Veeramuthvel
মোট খরচ- 615 কোটি ভারতীয় মুদ্রা
চন্দ্রযান-3 এর কার্যকারিতার সময়কাল- 1 চন্দ্র দিবস (পৃথিবীর 14 দিনের সমান)
উদ্দ্যেশ্য- (i) চাঁদের মাটিতে Mg, AL, Si, K, Ca, Ti, Fe এর উপস্থিতি পরীক্ষা, (ii) চাঁদের পাথরের রাসয়নিক গঠন ও খনিজের সন্ধান, (iii) চন্দ্রপৃষ্ঠে তাপীয় গতিবিধি ও ভূমি-কম্পন সংক্রান্ত পরীক্ষা।
তথ্যসূত্র- https://www.isro.gov.in/Chandrayaan3.html